শনিদেবের রোষের থেকে বাঁচতে শনিবার এই জিনিসগুলি কিনবেন না


Odd বাংলা ডেস্ক: শনিদেবের দৃষ্টিকে সকলেই ভয় পান। শনিদেবের দৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে অনেকেই অনেকরকমভাবে চেষ্টা করেন। কারণ শাস্ত্র বলে, শনিদেব কোনও কারমে রুষ্ট হলে তাঁর প্রকোপে ছাড়খার হয়ে যায় সংসার, শেষ হয়ে যায় সবকিছু। তাই শনিবার অনেকেই গ্রহরাজকে সন্তুষ্টল করে থাকেন। তবে গ্রহরাজকে তুষ্ট করার পাশাপাশি গৃহে শান্তি বজায় রাখার জন্য যদি এই জিনিসগুলি কেনা-বেচা না করেন, তাহলে শনিদেবের কৃপা বজায় থাকে।

জেনে নিন শনিবার কোন কোন জিনিস কেনা-বেচা করা উচিত নয়- 

১) শনিবার লোহার কোনও জিনিস কিনবেন না। এমনকি যাঁরা লোহার ব্যবসা করেন, তাঁরাও এই দিনে যতটা সম্ভব লোহার জিনিসপত্র কেনাবেচা না করাই ভাল। কোনও যানবাহনও এই দিন কেনা যাবে না, কারণ 

২) যানবাহনও লোহার তৈরি হয়ে থাকে, আর সেই কারণে গাড়ি বা বাইক কেনার হলে তা শনিবার না করাই ভালো।

৩) শনিবার করে কাঠের কোনও আসবাবপত্র বা কাঠের কোনও জিনিস কেনা উচিত নয়।

৪) শনিবার কালো রঙের জামা বা কালো রঙের জুতো কেনা যাবে কখনওই উচিত নয়।

৫) শনিবার কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেটও কেনা উচিত নয়।

৬) শনিবার ভুল করেও ছাতা কেনা উচিত নয়।

৭) শনিবার কখনওই সর্ষের তেল ও সর্ষে দানা কেনা ঠিক নয়, এর ফলে সংসারে অভাব-অনটন দেখা দিতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.