যেখানে গাধাদের 'ইজ্জত' বাঁচাতে পরানো হয় পাজামা


Odd বাংলা ডেস্ক: ফ্রান্সের পশ্চিম উপকূল থেকে কিছু দূরে 'ইলা ডে রে' নামের দ্বীপটি সারা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত একটি নাম এর প্রাকৃতিক সৈন্দর্যের জন্য। কিন্তু এখানকার পথে ঘাটে একটি দৃশ্য আপনাকে অবাক করবেই। আর তা হল এখানকার গাধারাও সকাল বেলা পাজামা বা প্যান্ট পরে বাইরে বেরোয়।

যে দ্বীপে গাধারাও পরে পাজামা !

তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে এখানকার গাধারা সভ্য হয়ে গেছে। এটা একটি পুরনো প্রথা এবং এখানকার স্থানীয়রা এই  প্রথাটি এখনও ধরে রেখেছেন। আগে দ্বীপের লবণাক্ত জলাভূমিতে কাজ করতে হত গাধাদের। সে সময় মশা এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এক ধরনের বিশেষ পাজামা পরিয়ে দেওয়া হত গাধাদের। সাধারণত পর্দা বা বিছানার চাদর কেটেই তৈরি হত এসব পাজামা। এই দ্বীপের গাধাদের এখন আর জলাভূমিতে কাজ করতে হয় না। কিন্তু পুরনো প্রথা অনুযায়ী এই দ্বীপের বাসিন্দারা এখনও প্রতিদিন সকালে পোষা গাধাকে পাজামা পরিয়ে বাইরে নিয়ে যান।
Blogger দ্বারা পরিচালিত.