আমেরিকা থেকে বিয়ের প্রস্তাব এসেছিল স্বামীজীর কাছে, তারপর তিনি যা করেছিলেন


Odd বাংলা ডেস্ক: সেই সুদুর আমেরিকা থেকে স্বামীজির কাছে বিয়ের প্রস্তাব আসে। প্রস্তাব পাঠান এক ইংরেজ মহিলা। শুনে স্বামীজি কিছুটা আশ্চাযান্বিত হয়ে ওঠেন। তখন স্বামী বিবেকানন্দ জানতে চান, কেনো তার এই ইচ্ছে?তিনি কি এমন স্বামীজির মধ্যে দেখেছিলেন যে তিনি বিয়ের প্রস্তাব দিলেন?
তখন সেই মহিলা টি বললেন, আমি আপনার বুদ্ধী আর তেজ শক্তি তে প্রভাবিত হয়েছি। আমি আপনার ই মতো বুদ্ধিমান আর তেজস্বী পুত্র চাই। আর তাই সেই ভিন দেশি মহিলাটি স্বামীজি কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যাতে করে বিয়ের পর স্বামীজী র মতো ই এক তেজস্বী আর বুদ্ধীদীপ্ত পুত্র সন্তান পান।

তখন সব শুনে স্বামীজি বললেন, আমি আপনার কথা বুজতে পেরেছি। কিন্তু বিয়ে করে পুত্র সন্তান প্রাপ্তিতে অনেক সময় লেগে যেতে পারে। আর বিয়ে করলেই যে পুত্র সন্তান হবে তার ও কোনও রুপ আশা নেই। কিন্তু এই অবস্থায় আমি আপনার এই ইচ্ছে কে এখন ই পূরণ করে দিচ্ছি।
আজ থেকে আপনি আমাকে আপনার পুত্র হিসেবে মেনে নিন। আর আমি আপনাকে আমার মা মেনে নিলাম। আর আমাকে পুত্র মেনে নিলে আপনার মনের ইচ্ছে ও পূরণ হয়ে যাবে।
Blogger দ্বারা পরিচালিত.