মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশে কোনও বাধা নেই, তবে...
Odd বাংলা ডেস্ক: বুধবার অল ইন্ডিয়া মুসলীম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে বলেছে যে, মসজিদে মহিলাদের প্রবেশাধিকার রয়েছে।তবে মহিলাদের দলবদ্ধভাবে প্রার্থনা বা নামাজে অংশগ্রহণ করা বাধ্যতামুলক নয়।
পুণের একক মুসলিম দম্পতি অবাধে মসজিদে প্রবেশ ও নামাজ পড়ার বিষয়ে মুসলিম মহিলাদের অধিকারকে সমর্থন করার জন্য গত বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা একটি আবেদনের জবাবে (এআইএমপিএলবি) এই হলফনামা জারি করেছে।
মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, নামাজ পড়ার ক্ষেত্রে মহিলাদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে ধর্মীয় কোনও বাধা নেই। তবে ধর্মসভায় গিয়ে পুরুষদের ক্ষেত্রে নামাজ পড়াটা যেমন বাধ্যতামুলক, মহিলাদের ক্ষেত্রে তেমন কোনও বাধ্যবাধকতা নেই।
পুণের যে বাসিন্দা সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছিলেন তার মূল সারমর্ম এটাই যে, মসজিদে প্রবেশাধিকারের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করা। তাঁদের আবেদনে সাফ বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, যা কিনা একদিকে বেআইনি এবং অসাংবিধানিকও বটে। এর ফলে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।
Post a Comment