একই সঙ্গে পেশ হবে রেল বাজেট, মানুষের আশা কী?


Odd বাংলা ডেস্ক: তথ্যাভিজ্ঞ মহলের মতে, পিপিপি মডেলের দৌলতে রেলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। রেলের আধুনীকিকরণের জন্য বেশ কিছু বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে মন্ত্রক। এরমধ্যে রয়েছে কিছু নতুন স্টেশন নির্মাণও। পাশাপাশি, প্রযুক্তিগতভাবে উন্নত ট্রেন চালানো এবং অধিক যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও পিপিপি মডেল কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেল বাজেটের সময় দেশের আপামর জনতার একটা বিষয় নিয়ে তুমুল আগ্রহ থাকে। তা হল যাত্রীভাড়া। সূত্রের মতে, এখনই বাজেটে যাত্রী ভাড়া বাড়ানোর রাস্তায় সম্ভবত হাঁটবেন না সীতারমন। কারণ, সম্প্রতি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, পণ্যভাড়া বৃদ্ধিও করতে উদ্যোগ হয়ত হবে না কেন্দ্র। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আর্থিক মন্দাকে তুলে ধরেছেন। তাঁদের মতে, গত আর্থিক বছরের টার্গেট পূরণ না হওয়া এবং এই ক্ষেত্রে বিপুল ঘাটতি থাকা সত্ত্বেও পণ্য ভাড়ার ঝুঁকি নেবে না রেল।
Blogger দ্বারা পরিচালিত.