বাবার বুকেই আসছে দুধ, পান করছে সদ্যজাত


Odd বাংলা ডেস্ক: কেবল সন্তানকে জন্ম দেওয়াই নয়, তাকে মাতৃদুগ্ধ খাইয়ে বড় করে তোলার কাজটা করেন মা । প্রকৃতির নিয়মেই এমনটা ঘটে এসেছে এতকাল । কিন্তু আমেরিকার ম্যাক্সমিলিয়ান নেবোয়ার নামের এক যুবক বাবা হবার পরেই সন্তানকে ‘বুকের দুধ’ খাওয়ালেন ! আর তার পর সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই তা হয়ে উঠল ভাইরাল । সম্প্রতি ম্যাক্সমিলিয়ান-এপ্রিল দম্পতি তাদের সন্তানের জন্মদানের জন্য হাসপাতালে যান । কিন্তু উচ্চ রক্তচাপ ও খিঁচুনির কারণে এপ্রিলের প্রসব সহজে হয়নি । পরে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কন্যাসন্তান জন্ম নেয় ।



আমেরিকান উইস্কনসিন রাজ্যে এক দম্পতি যখন তাদের সন্তানের জন্মের জন্য হাসপাতালে ঢুকছিলেন, তখন ভাবী-মা এপ্রিল নোবোয়ার নিশ্চয়ই ভেবেছিলেন এটা তার জন্য হবে এক স্মরণীয় রাত । কিন্তু সন্তানের বাবা ম্যাক্সমিলিয়ান হয়তো ভাবেন নি, যে এটা তার জন্যও একটা ব্যতিক্রমী ঘটনাবহুল রাত হবে । শিশু রোজালি’র জন্মের পরই এপ্রিল সংজ্ঞা হারিয়ে ফেলেন । তাকে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এর মধ্যে তিনি তার কন্যাসন্তানকে স্পর্শ করারও সুযোগ পাননি । ৩ দশমিক ৬ কেজি ওজনের ছোট্ট রোজালিকে তুলে দেয়া হলো তার বাবা ম্যাক্সমিলিয়ানের হাতে । তিনি বলেন, ‘একজন নার্স এসে আমার হাতে আমাদের মেয়েকে তুলে দিলো । তারপর তিনি বললেন- আপনি কি আপনার স্তনের বোঁটা বাচ্চাটার মুখে দিতে পারেন, যাতে সে সত্যিকারের ব্রেস্টফিডিংয়ের কাছাকাছি কিছু একটা করতে পারে । আমি আমুদে লোক, বললাম- নিশ্চয়ই, কেন পারবো না । তখন নার্সটি আমার গায়ে একটি প্লাস্টিকের নিপল শিল্ড লাগিয়ে দিলেন যার সঙ্গে একটি কৃত্রিম দুধ ভরা সিরিঞ্জের সংযোগ করা ছিল ।’ ম্যাক্সমিলিয়ান বলেন, ‘আমি কখনো ভাবিনি আমি বাচ্চাকে এভাবে বুকের দুধ খাওয়াবো । আমার শাশুড়ি যখন ব্যাপারটা দেখলেন তিনি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গেই অনুভব করলাম তার সঙ্গে আমার নাড়ীর টান । অনুভব করলাম- তাকে কোলে নিতে হবে, তার স্তন্যপানের অভ্যাস তৈরি করতে সাহায্য করতে হবে ।’ ম্যাক্সমিলিয়ান তার মেয়েকে ‘বুকের দুধ’ খাওয়ানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দিয়েছেন । সেখানে অধিকাংশ প্রতিক্রিয়াই হয়েছে ইতিবাচক । কেউ কেউ সেই নার্সেরও প্রশংসা করেছেন । কেউ কেউ আবার এটাকে ভালোভাবে নিতে পারেননি । একজন বলেছেন ‘দুঃখিত, এটা বড় বেখাপ্পা দেখাচ্ছে । তার মা যদি ব্রেস্টফিড করতে না পারে তাহলে একটা বোতল ব্যবহার করলেই তো হয় ।’
Blogger দ্বারা পরিচালিত.