অফিসে সপ্তাহে চার-দিন এবং দৈনিক ছ'ঘণ্টা কাজের ডাক দিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: মাত্র কয়েকটা দিন হয়েছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে বসেছেন সানা মেরিন। তিনিই হলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর আসনে বসার পরেই তিনি নিতে চলেছেন এক বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তাঁর দেশের কার্যপদ্ধতিতে একটা নমনীয়তা আনার আহ্বান জানিয়েছেন, যাতে সপ্তাহে চার-দিন কাজ এবং ছ'ঘণ্টা কর্মদিবসের কথা বলেছেন।
বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, কর্মচারীদের আরও বেশি করে নিজের পরিবার-পরিজন, কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া উচিত। আরও বেশি করে নিজের শখ-ভাললাগা এবং সংস্কৃতির প্রতি মনোবিবেশ করার সুযোগ পাওয়া উচিত, যা কর্মজীবনের পরেই মানুষের জীবনে জায়গা পায়।
বর্তমানে ফিনল্যান্ডে দিনে আট ঘণ্টা কাজ এবং সপ্তাহে ৫টি কর্মদিবস মেনেই কাজ করেন সেখানকার মানুষ। তবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মনে করেন, ফিনিশ কর্মীদের কম কাজ করার সুযোগ দেওয়া উচিত, তাহলেই কর্মচারীদের কর্মক্ষমতা বাড়বে।
Post a Comment