ফের ভয়াবহ আগুন রাজধানীতে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা


Odd বাংলা ডেস্ক: রাজধানীতে আবার আগুন। এবার আগুন লাগে পাতপারগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা। জানা গিয়েছে ওই এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। রাত ২ টো ৩০ নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের মোট ৩২ টি ইঞ্জিন।

আগুন লাগার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে। জানা গিয়েছে ওই প্রিন্টিং প্রেসটি চলত একটি তিনতোলা বিল্ডিং-এ। সেখানকার প্রথম ও দো তলাতে আগুন লাগে। আগুনের কবলে পড়ে ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.