ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, গৃহবন্দি ওমর আবদুল্লার প্রতি মমতার আবেগ


Odd বাংলা ডেস্ক: এক গাল ভর্তি দাড়ি। মাথা ঢাকা টুপি। চিন্তে পারছেন না তো? এটা ওমর আবদুল্লাহ। মাথা ঢাকা টুপিতে। আর গাল ভরতি সাদা ধবধবে দাড়ি। কে বলবে ইনি জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিটি ট্যুইটারে পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ -এর অগাস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করে রেখেছে কেন্দ্রীয় সরকার৷


শনিবারই ওমর আবদুল্লাহের এই ছবিটি সর্বপ্রথম ট্যুইটারে শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'ছবিটায় প্রথমে ওমরকে দেখে আমি চিনতেই পারিনি৷ খুব কষ্ট হচ্ছে! খুবই দুর্ভাগ্যজনক যে, ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের কাণ্ড ঘটছে৷ কবে থামবে?'


Blogger দ্বারা পরিচালিত.