কুয়াশার জেরে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস, আহত ২০


Odd বাংলা ডেস্ক: সাতসকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত ভূবনেশ্বর- লোকমান্য তিলক এক্সপ্রেস। কটকের নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেন। এখনও পর্যন্ত ২০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। অনুমান, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা।

আজ সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘন কুয়াশায় মালগাড়ির ধাক্কায় এক্সপ্রেস ট্রেনের একসঙ্গে ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও জে পি মিশ্র জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটি লাইনে নিয়ে এসে যাত্রা শুরু করার চেষ্টা করা হচ্ছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০ দনের আহত হওয়ার খবর মিলেছে, যার মধ্যে ৫ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কটকে স্থানান্তরিত করা হয়েছে 
Blogger দ্বারা পরিচালিত.