নবদম্পতিরা নতুন ফ্ল্যাট কেনার আগে মেনে চলুন এই বাস্তু টিপস


Odd বাংলা ডেস্ক: বাড়ি হল একটা শান্তির জায়গা। সারাদিনের ক্লান্তির পর মানুষ বাড়ি ফিরতে চায় এক টুকরো আনন্দ এবং শান্তিকে সঙ্গী করে নিতে। কিন্তু বাস্তু অনুসারে ফ্ল্যাট কেনার সময় যদি এই ভুলগুলি করেন, তাহলে সংসারে নেমে আসতে পারে অশান্তির কালো ছায়া। যা আপনার সাংসারিক জীবনকেও দুর্বিসহ করে তুলতে পারে। তাই ফ্ল্যাট কেনার আগে নবদম্পতিরা মেনে চলুন এইসব বাস্তু টিপস।

১) কোনও ব্রিজের ধারে অবস্থিত কোনও ফ্ল্যাট কেনা বাস্তুমতে ভাল নয়। 

২) মোড়ের মাথা থেকে যেদিকে রাস্তা বাঁক নিয়েছে, সেই বাঁকের অংশে ফ্ল্যাট কেনা বাস্তু অনুসারে অশুভ। 

৩) ফ্ল্যাটের জানলা-দরজা দিয়ে পর্যাপ্ত বাতাস ঘরে ঢোকে কি না সেই বিষয়টি নিশ্চিত করে নেবেন। 

৪) জমির উত্তরে এবং পূর্ব দিকে রাস্তা থাকলে তা যেন প্লট থেকে নীচু হয়। সেক্ষেত্রে ফ্ল্যাট তৈরির সময়ে ভিতটি বেশ খানিকটা উঁচু করে নেওয়া প্রয়োজন। 
৫) বাস্তুশাস্ত্রবিদদের কথায়, কানাগলির শেষ প্রান্তে বাড়ি হলে সে বাড়িতে খুব সহজেই অশুভ শক্তি বাসা বাঁধে। যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকে সেইসঙ্গে বাড়ির বয়জ্যেষ্ঠ্য মানুষের স্বাস্থ্যের অবণতি হতে পারে।  
Blogger দ্বারা পরিচালিত.