তীব্র তুষারধস পাক অধিকৃত কাশ্মীরে! ১৮ ঘণ্টা ধসে আটকে থেকেও প্রাণ হাতে নিয়ে ফিরল কিশোরী
Odd বাংলা ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে তীব্র তুষারধসের নীচে প্রায় ১৮ ঘণ্টা ধরে আটকে রইল ১২ বছরের এক কিশোরী। ধস সরিয়ে যখন তাকে উদ্ধার করা হল দেখা যায় তখনও তার শ্বাস-প্রশ্বাস চলছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে থেকেও বেঁচে যাওয়ার কিশোরীর কার্যত পুনর্জন্ম হয়েছে বলেই মনে করছেন সকলে।
পাকিস্তানের তরফে জানানো হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় তীব্র তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে প্রায় ৭৪ জনের। তার মধ্যে ১২ বছরের সামিনা খুবই ভাগ্যবতী যে ১৮ ঘণ্টা বরফের নীচে চাপা পড়ে থাকার পরেও প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছে সে।
মুজফফরবাদের একটি হাসপাতালের বিছানায় শুয়ে সামিনা জানিয়েছিল, 'আমি ভেবেছিলাম যে আমি এখানেই মনে যাব।' সামিনা ছাড়াও তুষার ধসের জেরে আহত বহু মানুষই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সামিনার মা শাহনাজ বিবি জানান, তাঁদের ঘরের ওপর আছড়ে পড়েছে তুষার ধস।
তিনি এবং তার ভাইও আটকে পড়েছিলেন বরফের নীচে। কোনও রকমে ধসের নীচ থেকে বেরিয়ে এসে তিনি ধরেই নিয়েছিলেন যে, শামিনাকে আর হয়তো জীবন্ত ফিরে পাবেন না। এক ছেলে ও এক মেয়েকে হারিয়েছেন শাহনাজ। সেইসঙ্গে পাও ভেঙেছে সামিনার। পাক প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিনে তীব্র তুষারপাতের কবলে পড়েছে পাকিস্তান। ইতিমধ্যে সবমিলিয়ে তুষারধসে মৃতের সংখ্যা ১০০ পেরিয়েছে।
Post a Comment