টাকায় লক্ষ্মীদেবীর ছবি থাকলেই ফিরবে অর্থনীতির হাল, মন্তব্য বিজেপি নেতার
Odd বাংলা ডেস্ক: ভারতের মুদ্রার উন্নতিতে টাকায় লক্ষ্মীদেবীর ছবি থাকা বাঞ্ছনীয়। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় বক্তৃতা রাখার সময় এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রমহ্মন স্বামী।
ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের ছবি নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ভগবান গমেশ সমস্তরকম বাধা অপসারণ করেন। তবে ভারতীয় নোটে লক্ষ্মীদেবীর ছবি থাকলে ভারতীয় মুদ্রার অবস্থার উনন্তি হবে। তাঁর আরও দাবি, এই বিষয়ে কারওর খারাপ লাগাও উচিত নয়। যদি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও ভাল ব্যাখ্যা দিতে পারবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ভারতের অর্থনীতি যে একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে চলছে, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। এমনকী গত ৪২ বছরে ভারতের অর্থনীতির অবস্থা এতটা শোচনীয় হয়নি। ২০১৯-২০ সালে আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে অনুমান করেছিল মোদী সরকার। কিন্তু জিডিপির হার এসে দাঁড়িয়েছে ৫ শতাংশে, যা ১১ বছরে সবচেয়ে কম।
Post a Comment