সিএএ-র সপক্ষে বলিউডকে টানতে চায় মোদী সরকার, সেলেবদের বার্তা কেন্দ্রের
Odd বাংলা ডেস্ক: নানারকম গিমিকের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে, কীভাবে নাগরিকত্ব (সংশোধনী) আইনের সপক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যায়। তবে সাম্প্রতিক পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে বলিউড সেলিব্রিটিদের এই আইনের পক্ষে আনার জন্যও প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার।
প্রসঙ্গত, সারা দেশজুড়ে যেভাবে সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদে নাম লিখিয়েছেন কিছু বলিউড সেলিব্রিটিরাও। কিছু বলি সেলেবদের প্রকাশ্যে সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। তবে অভ্যন্তরীণ সূত্রে খবর, সরকারি মুখপাত্রের তরফে একাধিক সেলিব্রিটিকে সিএএ-র সপক্ষে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মোদী সরকার বলিউডের টপ সেলেব্রিটি এবং চিত্রপরিচালকদের কেন্দ্রীয় রেল এবং বাণিজ্যমন্ত্রী পীযুস গয়ালের সঙ্গে আলোচনা বৈঠকে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
সূত্রের খবর অনুসারে, কর্ণ জোহর, ফারহান আখতার, কবীর খান, রীতেশ সিদ্ধওয়ানি-সহ আরও অনেককেই মোবাইল ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই আইনের সপক্ষে সেলিব্রিটিদের যুক্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার।
Post a Comment