মকর সংক্রান্তির দিনে এই কাজগুলি করলে হতে পারে মহা বিপদ, জানুন কেন বলা হয় একথা


Odd বাংলা ডেস্ক: কথাতেই রয়েছে কারওর পৌষমাস, কারওর সর্বনাশ। পৌষমাসকে আসলে অশুভ বলে মনে করা হয়। আর এই কারণেই কোনও শুভ কাজ বা কোনও শুভ কাজের কথাও পৌষমাসে বলা হয় না। হিন্দু শাস্ত্র মতে, মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় শুভ সময়। আর এই শুভ দিনে কিছু রীতি নীতি মেনে চলার বিধান রয়েছে শাস্ত্রে। জেনে নিন সেগুলি কী কী- 

১) এই দিনে নিরামিষ খাবার খান, এইদিনে আমিষ কিছু খাবেন না আর বাড়িতে রান্নাও করবেন না। কালো তিল সহযোগে কোনও রান্না করা হলে খুবই ভাল। 

২) এই দিনে রাগ করা, কারওর প্রতি ক্রোধ প্রকাশ, বয়সে বড় কারওর মনে দুঃখ দেওয়া আজকের দিনে একেবারেই কাম্য নয়। কাউকে গালমন্দ করা, কিছু কটূকথা বলা বা কাউকে আঘাত দেওয়া একেবারেই উচিত নয়। এর জন্য আপনার আগামী দিন খারাপ যেতে পারে বা কোও শুভ কাজে বাধা পড়তে পারে। 

৩) এই দিনে কোনও গরীব-দুঃখী অসহায় মানুষকে অর্থ বা খাবার দিয়ে সাহায্য করুন। এই দিনে কাউকেই খালি হাতে ফেরাবেন না। 

৪) এই দিনে কোনও দূরবর্তী স্থানে ভ্রমণ করা উচিত নয়। একে অশুভ বলে মনে করা হয়। আর যারা বাড়ির বাইরে আছে তাঁরা এইদিনে বাড়িতে ফিরে আসুন। সেটাই শুভ। 

৫) এই দিনে কখনওই গাছ কাটবেন না। শাস্ত্রে বৃক্ষকে অত্যন্ত শুভ বলে মানা বয়। এদিন গাছ না কেটে বরং গাছ লাগান। 

৬) শাস্ত্রে কথিত রয়েছে মকর সংক্রান্তির পুণ্য তিথিতে মদ ও মাংস ত্যাগ করা উচিত৷
Blogger দ্বারা পরিচালিত.