১ জানুয়ারি সারা বিশ্বের মধ্যে রেকর্ড সংখ্যক শিশু জন্মাল ভারতে!


Odd বাংলা ডেস্ক: বুধবার ইউনিসেফ-এর তরফ থেকে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, বিশ্বজুড়ে নববর্ষের দিন সবচেয়ে বেশি শিশু জন্ম নিয়েছে ভারতে। ইউনিসেফ-এর তরফে প্রকাশিত তথ্যের ভিত্তিতে গত ১ জানুয়ারি বিশ্বজুড়ে জন্ম নেওয়া আনুমানিক ৩৯২,০৭৮ জন শিশুর মধ্যে ভারতেই জন্মগ্রহণ করেছে ৬৭, ৩৮৫ জন শিশু। 

ভারতের পরল তালিকায় রয়েছে চিন (৪৬,২৯৯), নাইজেরিয়া(২৬,০৩৯), পাকিস্তান (১৬,৭৮৭), ইন্দোনেশিয়া (১৩,০২০) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে ১০,৪৫২ জন শিশু। সারা বিশ্বজুড়ে জন্ম নেওয়া সদ্যোজাতদের নিরিখে শতাংশের বিচারে ভারতের মান ১৭%। 

প্রতিবছর বিশ্বজুড়ে জানুয়ারির ১ তারিখে জন্ম নেওয়া শিশুদের জন্মদিন উদযাপন করে ইউনিসেফ। কারণ এমন একটি বিশেষ দিনে জন্ম নেওয়ার বিষয়টিকে বিশেষভাবে সেলিব্রেট করে ইউনিসেফ। বিশ্ববিখ্যাত পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর পাশাপাশি বিখ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের জন্মও কিন্তু ১ জানিয়ারি। 

প্রসঙ্গত গত, তিন দশকে সদ্যোজাতদের বেঁচে থাকার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। এমনকী সারা বিশ্বজুড়ে সদ্যোজাতদের জন্মের পাঁচ দিনের মধ্যে শিশুমৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। 
Blogger দ্বারা পরিচালিত.