ইতিহাস গড়লেন বালা দেবী, প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তি
Odd বাংলা ডেস্ক: ইতিহাস গড়লেন ফুটবলার বালা দেবী। মণিপুরের প্রত্যন্ত গ্রাম ইরেংবাম থেকে উঠে এসে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো শহরের পথে পা বাড়ালেন ভারতীয় ফুটবলার বালা দেবী। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে কোনও বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বালা দেবী।
স্কটল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব রেঞ্জার্স এফসি-তে যোগ দিলেন প্রাক্তন এই ভারতীয় দলের অধিনায়ক। প্রসঙ্গত, এর আগে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। তবে আঠারো মাসের এই চুক্তি স্বাক্ষর করতে পেরে স্বভাবতই খুশি বালা দেবী।
🆕📝 #RangersFC are delighted to announce the signing of @IndianFootball attacker Bala Devi, subject to international clearance.— Rangers Women (@RangersWFC) January 29, 2020
➡️ https://t.co/Z6qojndUTv pic.twitter.com/A3QkfqAduS
ছোট্ট গ্রাম থেকে শুরু হয়ে তাঁর যাত্রাপথ এত সহজ ছিল না। ছোটবেলা থেকে এলাকার ছেলেদের সঙ্গে ফুটবল খেলা দিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। তারপরে আর ফিরে তাকাতে হয়নি। তবে এর আগে যদিও অদিতি চৌহ্বান ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মহিলা দলে নাম লিখিয়েছিলেন, তবে সেটে পেশাদার চুক্তি না হলেও তিনিই ছিলেন দেশের প্রথম মহিলা ফুটবলার যিনি ইউরোপীয় ক্লাবে যোগ দিয়েছিলেন।
Post a Comment