হলদেটে দাঁতের রঙ করে তুলুন মুক্তোর মতো ঝকঝকে, রইল সহজ ঘরোয়া উপায়


Odd বাংলা ডেস্ক: হলুদ হয়ে যাওয়া দাঁত দেখতে মোটেই খুব একটা ভাল লাগে না। ঝকঝকে দুধ সাদা দাঁত পেতে কার না ভাললাগে। তাই দাঁতে যদি হলদেটে ছোপ পড়ে গিয়ে থাকে তাহলে সহজ কিছু উপায়ে সহজেই পেয়ে যেতে পারেন ঝকঝকে মুক্তোর মতো হাসি। 

১) পাতিলেবুর খোসা- পাতিলেবু খোসা কেটে নিয়ে পরিষ্কার করে গুঁড়ো করে নিন। এবার দুই চামচ খোসা গুঁড়ো নিয়ে তাতে এক চামচ গরম জল ভালো করে মিশিয়ে নিতে একটা পেস্ট তৈরি করে তা দিয়ে দাঁত মাজুন। সপ্তাহে ২-৩ দিন এটা অভ্যেস করলে দাঁতের হলদে ভাব একেবারেই চলে যাবে।

২) বেকিং সোডা- বেকিং সোডার সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট দিয়ে দাঁত মাজলে খুব ভাল ফল পাবেন। 

৩) মধু ও ভিনিগার-  ২চামচ ভিনিগার এবং চার চামচ মধু মিশিয়ে নিয়ে তা দিয়ে ভাল করে দাঁত মাজুন। এতে করে দাঁতের হলদেভাব চলে গিয়ে চকচকে সাদা ভাব ফিরে আসবে। 

৪) কলার খোসা- কলা শুধু শরীর সুস্থ রাখতেই নয়, কলার খোসার ভেতরের সাদা অংশটি ভাল করে দাঁতে ঘসে নিন। শুধু তাই নয়, নিয়মিত কলা খেলেও দাঁতের হলদেভাব দূর হতে পারে। 

৫) লবঙ্গ- প্রাচীনকালে লবঙ্গ তেল দাঁত মাজার উপকরণ হিসাবে ব্যবহার করা হত। লবঙ্গ তেল না পেলেও লবঙ্গের সঙ্গে নুন মিশিয়ে দাঁতে মাসাজ করুন। এটি দাঁতের দাগ ছোপ এবং হলদেটেভাব দূর করতে সাহায্য করে। 
Blogger দ্বারা পরিচালিত.