রাশিফল: সারাদিন আপনার কপালে যা আছে
মেষ: আপনার রাশি যদি মেষ হয় তবে আজকের দিনটা আপনার জন্য খুবই শুভ। তবে পারিবারিক কিছু সমস্যা আজ হতে পারে। কোনো আত্মীয়র কারণে আপনার কাজে বাধা বিপত্তি দেখা দিলেও দিতে পারে। রাস্তাঘাটে দেখে চলবেন। সাংসারিক কাজে ব্যস্ত হতে পারেন। পরিবার বা প্রিয় মানুষের সাথে অনেক দূরে ঘুরতে যাওয়ার যোগ আছে। আপনার ভাগ্যবান সংখ্যা 5
বৃষ: বৃষ রাশির অধিকারীদের পক্ষে আজকের দিনটি বেশ ভালোই যাবে। বিদেশ যাত্রার যোগ আছে আজ। তবে প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে মনমালিণ্য হবার আশঙ্কা প্রবল। বস্ত্র বিপনী ব্যবসায় লাভের মুখ দেখবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 7
মিথুন: আপনার রাশি যদি মিথুন হয় তবে আপনার দিন আজ কাটবে খারাপ ভালো মিশিয়ে। ব্যবসা বাণিজ্য সফল হবে, অর্থ উপার্জন হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয় হতে পারে। বাড়ীতে আত্মীয় আসতে পারে। খুচরা ও পাইকারী পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগার হবে।আপনার ভাগ্যবান সংখ্যা 4
কর্কট: কর্কট রাশি হলে আজকের দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। মানসিক ভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবেনা। সকালের পর কিছু আয় উন্নতি হবার যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 6
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আজকে পাওয়ার যোগ রয়েছে। চাকরীজীবীদের কর্মস্থলে কনো ভালো ঘটনা ঘটবে। সম্ভব্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার পাশাপাশি ব্যবসায়ীক উন্নতি হবার যোগ। আপনার ভাগ্যবান সংখ্যা 5
কন্যা: কন্যা রাশির অধিকারী হলে আজকের দিনটি আপনার জন্য কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধুর কারণে ব্যবসায়ীক ভাবে ক্ষতি হতে পারে। দুপর থেকে বিভিন্নকারণে ব্যয় বৃদ্ধি পাবে। অফিশিয়াল কাজে দূরে কোথাও যেতে হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 9
তুলা: আজ তুলার জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা হলেও, বেলা বারার সাথে সাথে তা কমে যাবে। কর্মস্থলে বন্ধু বা সহকর্মীদের পূর্ণ সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। কোনো প্রভাবশালী বন্ধু বা বড় ভাই এর দ্বারা উপকৃত হতে পারেন।আপনার ভাগ্যবান সংখ্যা 2
বৃশ্চিক: আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালে কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক কাজে সফল হতে পারেন। দুপরের পর সময় চাকরীজীবীদের জন্য অনুকূল থাকবে। ব্যবসা বাণিজ্যে ভালো আয় হতে পারে। বেকারদের চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। সরকারী কাজ কর্ম শুভ।আপনার ভাগ্যবান সংখ্যা 4
ধনু: আপনার রাশি ধনু হলে আজকের দিনে বেশ উন্নতি করবেন। সকালের দিকে কিছু আইনি জটিলতা দেখা দিলেও তা পরবর্তিতে থাকবে না। কোনো শিক্ষকের সহায়তায় ভাগ্য উন্নতি হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ আছে। আজ কোনো পাওনাদারের সাথে আপোষ হতে পারে। ঋণমুক্তির যোগ প্রবল। আপনার ভাগ্যবান সংখ্যা 8
মকর: মকর রাশি হলে আপনার আজকের দিনটা দিনটি ঝামেলাপূর্ণ। সকালের দিকে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। দুপরের পর কর্মস্থলে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। পুলিশী হয়রাণী বা গ্রেফতার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা অব্যাহত থাকবে। হটাৎ কিছু টাকা ধার করতে হবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সাফল্য আসতে থাকবে। আপনার ভাগ্যবান সংখ্যা 6
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। শরীর কিছুটা দূর্বল থাকতে পারে। তবে দুপর থেকে সময় ভালো হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আমদাণী ও রপ্তাণী বানিজ্যে আশানুরুপ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীক কাজে কোনো নতুন চুক্তি না করাই ভালো । বিবাহের যোগ বলবান।আপনার ভাগ্যবান সংখ্যা 3
মীন: মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সকালে দিকে প্রেম ও রোমান্সে সুফল পাবেন। সন্তানের সাথে দূরে কোথাও যেতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। দুপর থেকে কর্মস্থলে কিছু ঝামেলা হতে পারে। সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। গোপন শত্রুতার শিকার হতে পারেন তাই সাবধানে থাকাই ভালো। আপনার ভাগ্যবান সংখ্যা 1
Post a Comment