রাশিফল: আজ এই ৩ রাশির জন্য অপেক্ষা করছে দুর্ভাগ্য


Odd বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।

মেষ: আপনার আজকের দিনটি আর্থিক দিক ভালো। তবে পিঠের ব্যথায় কষ্ট হতে পারে। ছোটখাটো ভ্রমণ হতে পারে৷ কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ রাখুন। উন্নতির যোগ৷ সৌন্দর্য্য ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা অর্থ বিনিয়োগ করুন৷ আর্থিক ভাবে লাভবান হবেন৷ সাবধানে রাস্তায় চলাফেরা করবেন৷ প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সফলতা পাবেন । শুভ রং – লাল, শুভ সংখ্যা – ১।

বৃষ: আপনার আজকের দিনটি কর্মের দিক থেকে ভালো৷ যেকোন পরিষেবামূলক কাজ ভালো হবে৷ তবে অপ্রিয় কোনও কথা আজ না বলাই ভাল । সময়োচিত সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তার দ্বারা ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত কার্যকর হতে পারে । বিদ্যার্থীরা স্মৃতি বিভ্রমের দরুন শুভ ফল পাবেন না । শুভ রং – সাদা,শুভ সংখ্যা – ৪।

মিথুন: আপনার আজকের দিনটি মধ্যম। মানসিক চঞ্চলতা বাড়বে৷ কোন কারণে টেনশনে ভুগবেন৷ পরিবারের সদস্যদের সঙ্গে মনকষাকষি হতে পারে৷ গুরুজনের শারীরিক অসুস্থতায় সমস্যা হতে পারে । কর্মের কারণে দূর ভ্রমণের যোগ ।শুভ রং – হলুদ শুভ সংখ্যা – ৭।

কর্কট: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । মানসিক অস্থিরতার কারণে অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে । পরিচিত জনের কারসাজিতে প্রতারিত হওয়ার যোগ । সৃষ্টি জগতের সাথে যুক্ত থাকলে সফলতা পাবেন । শুভ রং – গোলাপী, শুভ সংখ্যা – ৪।

সিংহ: আপনার আজকের দিনটি শুভ । পারিবারিক কোনও সমস্যা সমাধানে বন্ধুর সক্রিয় সহযোগিতা পাবেন । যাঁরা কোনওপ্রকার পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তারা পার্টনারের সাথে আলোচনা করতে পারেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ২।

কন্যা: আপনার আজকের দিনটি মধ্যম । অতিরিক্ত উচ্চাশা বিপত্তির সৃষ্টি করবে । যানবাহন ও ফিনান্সিয়াল সংক্রান্ত কর্মে নিযুক্ত থাকলে শুভ ফল পাবেন । কর্মক্ষেত্রে কোনও রকম শত্রুতা থেকে সাবধান থাকুন । কারিগরি বিদ্যার প্রশিক্ষণে যুক্ত থাকলে বাড়তি উপার্জনের যোগ । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৪।


তুলা: আপনার আজকের দিনটি কর্মের দিক থেকে ভালো । যারা চাকরি খুঁজছেন তারা কোন ইতিবাচক খবর পেতে পারেন । দুর ভ্রমণ হওয়ার যোগ, বিশেষ করে কর্মসূত্রে । আজ কোনও আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটতে পারে । শুভ রং – সাদাশুভ সংখ্যা-৫

বৃশ্চিক: আপনার আজকের দিনটি শুভ । ঠাণ্ডাজনিত সংক্রমণ থেকে সাবধান থাকুন । সকলক্ষেত্রে বুঝেশুনে চলার দিন । তাই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল । কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনও কর্মে নিযুক্ত থাকলে বাড়তি উপার্জন লাভের যোগ । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৪।

ধনু: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । আত্মবিশ্বাস ও মানসিক বলই আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে । অভিনয় বা চারুকলা জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ১।

মকর: আপনার আজকের দিনটি মধ্যম । বাত বা পায়ের ব্যথায় কষ্ট হতে পারে । অর্থ নাশ যোগ৷ সকল ক্ষেত্রে আজ নিরপেক্ষ মত প্রদান করুন । খাদ্যদ্রব্যের সাথে যুক্ত ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৭।

কুম্ভ: আপনার আজকের দিনটি মধ্যম । পায়ের হাড় বৃদ্ধির সমস্যায় হাঁটা চলায় অসুবিধা হতে পারে। বিদ্যার্থীরা নিজ কৃতিত্বের সম্মান পাবেন । পারিবারিক কোনও সমস্যা সমাধানে গুরুজনের পরামর্শকে কাজে লাগান । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৬।

মীন: আপনার আজকের দিনটি মধ্যম । মানসিক স্থিরতা থেকে সকল সিদ্ধান্তগুলি নিন । কর্মক্ষেত্রে আপনার দক্ষতার মূল্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে । বহুদিনের কোনও সম্পর্কে সমস্যা আসতে পারে । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৩।
Blogger দ্বারা পরিচালিত.