কেমন যাবে আপনার দিন, রাশিফলটা জেনে নিন


Odd বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।

মেষরাশি– আজ পুরনো কোন পরিশ্রমের ফল পাবেন। কিছু ক্ষেত্রে আজ আপনার সময় ও অর্থ দুইই ব্যয় হতে পারে। অন্যের কাজে আজ নিজের বেশ কিছু সময় খরচ করবেন আপনি। কর্মক্ষেত্রে আজ গতানুগতিক কাটবে। তবে ইনকামের দিক দিয়ে আজকের দিন বেশ ভাল যাবে। অন্যদিকে শরীরে আজ ক্লান্তি অনুভব করবেন।

বৃষরাশি– আজ কোন গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে হলে দুপুরের পর করার চেষ্টা করুন। তবে তার আগে কাজে আলস্য আসতে পারে। মনে উল্টোপাল্টা চিন্তা কাজ করবে যার ফলে সময়ও নষ্ট হতে পারে। আজ কোথাও যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে আত্মীয়স্বজন আসতে পারে। আজ আপনার পারিবারিক কোন সমস্যার সমাধানও মিলতে পারে। ব্যবসার জন্যেও আজকের দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে।

মিথুনরাশি– আজ কোন ভাল খবর পেতে পারেন। যদিও সরকারী কাজে আজ অপেক্ষার পর ফল লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ কাজে আশানুরূপ ফল লাভ করতে পারেন। লেনদেন সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। একই সাথে বিগড়ে যাওয়া কোন কাজে গতি ফিরে আসবে।

কর্কটরাশি- আজ পারিবারিক কোন সমস্যার থেকে আচমকা মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ কাজের জন্যে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। ইনকামের জন্যেও আজকের দিন বেশ ভাল যাবে। তবে অন্যের চিন্তা আজ আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। আজ কোন কাজে বিশেষ কারোর সাহায্যও পেতে পারেন।

সিংহরাশি- ইনকামের জন্যে আজকের দিন মাঝারি মানের হবে। কর্মক্ষেত্রে কিছু চড়াই উৎরাই লেগে থাকতে পারে। কিন্তু আজ কোন ব্যাপারে পরিবারের সহায়তা পাবেন। তবে স্বাস্থ্য আজ কিছু খারাপ থাকতে পারে। আজ কোন শুভ সংবাদও পেতে পারেন। তবে আজ প্রিয়জনের সাথে কোন ঝামেলাতেও জড়াতে পারেন।

কন্যারাশি- পুরনো কোন চিন্তায় আজ আপনার মন আচ্ছন্ন থাকতে পারে। এর সাথে ভবিষ্যতের কোন চিন্তাও মনে আসতে পারে। ইনকামের জন্যে আজকের দিন লাভজনক থাকবে। কর্মক্ষেত্রে আজ বিশেষ কাজে সাফল্যলাভের যোগ রয়েছে। তবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা আজ বিশেষ প্রয়োজন।  

তুলারাশি- ব্যবসার জন্যে আজকের দিনটি বিশেষ লাভদায়ক হতে চলেছে। প্রিয়জনের সাথে আজ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন কারোর সাথে বন্ধুত্ব হতে পারে। কর্মক্ষেত্রে আজ ভাল কাটবে, পরিশ্রমের ফল পাবেন। আজ পুরনো কোন কাজের ফল পাবেন। এছাড়া আজ সামাজিক বা ধার্মিক কোন অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজ পুরনো কোন বন্ধু আপনার উপকারে আসতে পারে।  

বৃশ্চিকরাশি- চাকরি সম্পর্কিত কোন সমস্যার সমাধান হবে, সাফল্যলাভের যোগও রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি সহজেই সব কাজ শেষ করতে সক্ষম হবেন। আজ স্বাস্থ্য মাঝারি মানের থাকবে। তবে আজ বিশেষ কোন ব্যক্তির সাথে সাক্ষাতের ফলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। দাম্পত্যজীবনে আজ জীবনসঙ্গীর সাথে মধুর সময় কাটাবেন।

ধনুরাশি- কর্মক্ষেত্রে আজ অন্যদের সাথে ঝামেলায় জড়াতে পারেন। তাই নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। এছাড়া কারোর কাছে হস্তক্ষেপ করার থেকে বিরত থাকুন। যদিও ইনকামের জন্যে আজকের দিনটি ভাল যাবে। পুরনো কোন বিনিয়োগের ফল পাবেন আজ। স্বাস্থ্য আজ বেশ ভাল থাকবে। এছাড়া আজ কোন নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন।

মকররাশি- আজ কোন আত্মীয় বা প্রিয় ব্যক্তির কাজে আপনি ব্যস্ত থাকবেন। যার ফলে আপনার নিজস্ব এবং পরিবারের কাজে বিঘ্ন ঘটতে পারে, সচেতন থাকুন। ব্যবসার থেকে আজ ভাল লাভ পাবেন। কাজ নিয়ে মাথায় নতুন প্ল্যান আসতে পারে। লেনদেন সম্পর্কিত সমস্যার সমাধান হবে। তবে স্বাস্থ্য আজ বিগড়োতে পারে, নিজের খেয়াল রাখুন।  

কুম্ভরাশি- কর্মক্ষেত্রে আজ আপনি কোন নতুন সুযোগ পেতে পারেন। কোন নতুন কাজও আজ আপনার হয়ে যেতে পারে। পুরনো কোন কঠিন সমসায়র সমাধানও মিলতে পারে আজ। তবে আজ দিনের কিছুটা সময় আপনার নানা চিন্তায় মন উদাসও থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্যে আজকের দিন বেশ লাভজনক হবে। আজ আপনার বিগড়ে যাওয়া কোন কাজে গতি ফিরে আসতে পারে।   

মীনরাশি- আজ সারাদিন নানান চিন্তায় আপনার মন ভারাক্রান্ত থাকতে পারে। তবে আটকে থাকা কোন কাজ আজ বিশেষ কারোর সহযোগিতায় গতি ফিরে পেতে পারে। ইনকামের জন্যে আজকের দিন গতানুগতিক কাটবে। স্বাস্থ্য আজ মোটামুটি ঠিক থাকবে। আজ নতুন লোকজনের সাথে আপনার পরিচয় হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.