রাশিফল: রবিবার দিনটা আপনার কেমন যাবে জেনে নিন
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির
জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে।
সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে
অগ্রগতি হওয়ার সুযোগ আসতে পারে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।
রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা ক্রোন্দলে জড়িয়ে পড়তে
পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা মিশ্র যাবে। ভাগ্য উন্নতি আশা করতে
পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বিদ্যার্থীরা কোনো বৃত্তির
প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাথে মনোমালিন্য
হবার আশঙ্কা।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন):
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলাপূর্ণ।
কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে
চলাফেরা করুন। বিমা বা শেয়ার ব্যবসা থেকে ভালো লাভ হবে। রহস্যজনক উৎস থেকে
কিছু দ্রব্য লাভের যোগ। পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই):
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা
যায়। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ রয়েছে। বৈদেশিক পণ্যর ব্যবসায় ভালো আয়
রোজগার হবে। অংশীদারি কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে
রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট):
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর
কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে
ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায়
পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত
হতে পারেন। প্রেমের আঘাতে ছটফট করতে হবে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা
সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে।
শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর):
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে কিছু
রহস্যজনক ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে
অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত
জটিলতা মোকাবেলা করতে হবে। যানবাহন চুরি যাওয়ার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। গার্মেন্টস ব্যবসায়ীদের আয়
রোজগার কিছু ঝামেলা হতে পারে। সাংবাদিকরা কোনো নিরব হুমকি পেতে পারেন।
রহস্যজনক কাজে অগ্রগতি হতে পারে। ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন।
মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু
রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়।
ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়নে
অংশ নিতে পারেন। বকেয়া টাকা আদায় হওয়াতে খুচরা ব্যবসায়ীরা কর্মোদ্দম ফিরে
পাবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। বাসার কোনো অব্যবহৃত পণ্য বিক্রয়
করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর
রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। রহস্যজনক কারণে আপনার প্রভাব
প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সরকারি কাজে কোনো রহস্যজনক সুযোগ পেতে পারেন। ভুল
বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দু:শ্চিন্তা করতে পারেন।
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। অন্যমনস্কতার জন্য ছোট খাটো
দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮
ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকারর দিনটি ভালো যাবে না। আয় রোজগার
ব্যহত হতে পারে। যানবাহন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির যোগ। তবে প্রবাসীরা আজ সফল
হতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ঘটনা ঘটতে
পারে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন
রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয়
রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। বড়
ভাই বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরি হতে যাচ্ছে। কোনো বন্ধুর
বিবাহ বা বিবাহ বার্ষিকীতে অংশ নিতে পারেন। কাজের প্রতি সিরিয়াস হন৷
Post a Comment