কে লুকিয়ে আপনার ফেসবুক পেজ দেখে, জেনে নিন এই উপায়ে


Odd বাংলা ডেস্ক: আপনার ফেসবুকে প্রোফাইলে কারা ভিজিট করেছেন, সেটা জানার ইচ্ছে কারই বা নেই ? আমাদের সম্পর্কে অনলাইন দুনিয়ায় কার কার আগ্রহ রয়েছে, তা জানার আগ্রহ প্রায় আমাদের সবারই রয়েছে । ফেসবুকেরও আগে সোশ্যাল নেটওয়ার্কিং-এর দুনিয়ায় ঝড় তোলা অর্কুট-এ ‘রিসেন্ট ভিজিটর’ অপশন ছিল । সেখান থেকে সহজেই জানতে পারতেন, কারা আপনার প্রোফাইল নেড়েচেড়ে দেখছে । ফেসবুক কখনোই এরকম কোনও অপশন রাখেনি । অর্কুটও এখন অতীত । তবু সোশ্যাল নেটওয়ার্কিং-এ কারা আপনার সম্পর্কে আগ্রহী, তা জানতে পারবেন সহজেই । সেই উপায় আপনাদের জানানো হবে এইখানে । প্রতীকী ছবি কয়েকটা সহজ স্টেপ ফলো করে জেনে নিন ফেসবুকে আপনার প্রোফাইল সম্প্রতি কারা ভিজিট করেছেন… 
 ১। প্রথমে ফেসবুকে লগইন করুন । ২। টাইমলাইনে রাইট ক্লিক করুন । ‘view page source’ সিলেক্ট করুন । ৩। কোডে ভরা একটা পেজ খুলবে । বিভ্রান্ত হবেন না । আপনি ঠিক পথেই এগোচ্ছেন । ৪। কিবোর্ডে CTRL+F প্রেস করুন । ৫। পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে টাইপ করুন InitialChatFriendsList । ৬। InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন । ৭। যাঁরা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাদের আইডি-র তালিকা আসবে । ৮। এরাই যে আপনার টাইমলাইন ভিজিট করেছে, তা নিশ্চিত করতে অ্যাড্রেস বারে টাইপ করুন: facebook.com/তারপরে আইডি । এন্টার মারলেই আপনার ভিজিটরের পেজে ল্যান্ড করবেন ।
Blogger দ্বারা পরিচালিত.