সহজেই উঠে যায় নেলপলিশ, মেনে চলুন এই সহজ ৫ টোটকা


Odd বাংলা ডেস্ক: বিয়ের মরুশুম। চারিদিক থেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণও আসছে বটে। সাজগোজের পাশাপাশি আঙুলে নেলপলিশ পরাটাও একইভাবে জরুরি। যাতে হাত নেড়ে কথা বলার সময় আপনার সুন্দর আঙুলগুলি সকলের কাছে দৃশ্যমান হয়। কিন্তু নেলপলিশের সমস্যা হল খুব তাড়াতাড়ি উঠে যাওয়া। তাই আপনাদের জন্য রইল কয়েকটি সহজ উপায় যা মেনে চললে আপনার নেলপলিশের স্থায়ীত্ব অনেকটাই বাড়বে। 

১) নেলপলিশ পরার আগে রিমুভার অ্যাপ্লাই করুন। যদি আপনার নখে নেলপলিশ নাও থাকে তাও একবার রিমুভার লাগিয়ে নিন নখে। এতে করে আপনার নখের ওপর থেকে অতিরিক্ত তেল বেরিয়ে আসবে। এবং নেলপলিশ খুব ভালভাবে নখের ওপর বসবে। 

২) টপ কোট অ্যাপ্লাই করুন- নেলপলিশ পরার পর তার ওপর ট্রান্সপারেন্ট টপ কোট অ্যাপ্লাই করুন। এটি আপনার নেলপলিশকে ভালভাবে ধরে রাখতে সাহায্য করবে। 

৩) খেয়াল রাখুন কিউটিকলস-এ নেলপলিশ যেন লেগে না যায়। আপনার নখের গা বরাবর কিছু পাতলা চামড়া থাকে যাকে বলে কিউটিকলস। নেলপলিশ যদি এই কিউটিকলসে লেগে যায় তাহলে নেলপলিশ সহজেই উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। 

৪) হাত ধোয়ার ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে ব্যবহার করুন সাবান বা লিক্যুইড সোপ। 

৫) মেলপলিশের পাতলা কোট অ্যাপ্লাই করুন। মোটা করে নেলপলিশ ব্যবহার করলে তা অপেক্ষাকৃত বেশি তাড়তাড়ি উঠে যায়। 
Blogger দ্বারা পরিচালিত.