যার ঘরে এই ৩টি জিনিস আছে তার ঘরে মা লক্ষ্মী দৌড়ে চলে আসেন


Odd বাংলা ডেস্ক: মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের প্রয়াস করে থাকেন। যারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারেন না তারা প্রায়ই নিজেদের ভাগ্যের দোষ দিয়ে থাকেন। কিন্তু যে ব্যক্তি সৎভাব নিয়ে কঠোর পরিশ্রম করেন, মা লক্ষ্মী সর্বদা তার ওপর প্রসন্ন থাকেন এবং তার ওপর ধন দৌলতের বৃষ্টি নামিয়ে দেন। এই জন্যই বলা হয়ে থাকে মা লক্ষ্মী ব্যক্তির ভাগ্যে নয় বরং ব্যক্তির কর্মেই প্রসন্ন হন। যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সেই বাড়িতে অর্থ সম্পদের অভাব থাকে না। কিন্তু দেবী লক্ষ্মী খুবই চঞ্চলা, তার এক বাড়ি থেকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাবার প্রবণতাও রয়েছে। দেবী লক্ষ্মীকে ঘরে রাখতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। বৃহস্পতিবার হল লক্ষ্মীর আরাধনার দিন। এই দিন লক্ষ্মী পুজো করলে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। অর্থাৎ গৃহে তার স্থায়ীভাবে নিবাস হয়। এই দিন মা লক্ষ্মীকে পদ্মফুলের মালা পড়ান। এতে তিনি তুষ্ট হন। বিশেষত কোন খারাপ পরিস্থিতি না হলে খাবার দাবার নষ্ট করবেন না। মনে রাখবেন অন্নকে বলা হয়ে থাকে লক্ষ্মী। তাই মা লক্ষ্মী কষ্ট পেলে তার অন্যরকম ফল হতে পারে। নিজেকে সুখী রাখতে এবং অর্থ সম্পদ লাভ করতে ভুলেও খাবার দাবার নষ্ট করবেন না। বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে কিছুটা কপ্পুর কাগজে মুরে রাখলে মা লক্ষ্মীর কৃপায় অর্থের মন্দবস্থা দূর হয়। এছাড়াও বাজারে ছোট ছোট সাইজের নারকেল পাওয়া যায়, এই বিশেষ ধরনের নারকেলকে শ্রীফল বলা হয়। ঠাকুর ঘরে শ্রীফল রাখলে দেবী লক্ষ্মী বেজায় প্রসন্ন হন। কড়ি একপ্রকার ঝিনুক যা সমুদ্রে পাওয়া যায়। যেহেতু বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে, তাই বাড়িতে কড়ি রাখলে দেবী লক্ষ্মী আকৃষ্ট হন। অল্প সময়ে যদি অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে আপনার ঘরে কড়ি রাখতে ভুলবেন না। হিন্দু শাস্ত্র অনুসারে একটি ছোট ঘটির গায়ে সিঁদুর লাগিয়ে সেটা যদি ঠাকুর ঘরে রাখা হয় তাহলে অর্থনৈতিক উন্নতি অনিবার্য। আর যদি সেই ঘটির সাথে ছোট একটি পদ্ম রাখা যায় তাহলে তো আর কোন কথাই নেই।
Blogger দ্বারা পরিচালিত.