মেকআপ করে নয়, চোখের পাতা ঘন করুন ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদানের সাহায্যে
Odd বাংলা ডেস্ক: চোখের লম্বা সুন্দর পাতা কে না চায়। কিন্তু যাদের চোখের পাতা সুন্দর নয় বলে অতিরিক্ত মাস্কারা লাগাতে হয়। কিন্তু কয়েকটি সহজ পদ্ধতির সাহায্যে পেয়ে যেতে পারেন ঘন কালো চোখের পাতা।
১) পেট্রোলিয়াম জেলি- পুরোনো মাস্কারার ব্রাশ পরিষ্কার করে তা দিয়ে পেট্রোলিয়াম জেলি নিয়ে ঘুমোতে যাওয়ার আগে চোখের পাতায় লাগান। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে মুখ পরিষ্কার করে নিন।
২) অ্যালোভেরা জেল- পুরনো মাসকারার ব্রাশ পরিষ্কার করে নিয়ে তা অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাতায়। সারারাত এইভাবে রেখে দিন। পরেরদিন সকালে গরম জলে মুখ পরিষ্কার করে ফেলুন।
আরও পড়ুন- হস্তমৈথুন ছাড়তে সঙ্গী থাকুক এই ৭ টিপস
৩) অলিভ অয়েল- একইভাবে প্রতি রাতে ঘুমানোর আগে পুরানো পরিষ্কার মাসকারার ব্রাশ দিয়ে আপনার চোখের পাতায় অলিভ অয়েল লাগান। ভোরে ঘুম থেকে উঠে উষ্ণ জলে ধুয়ে নিন চোখ। তবে অলিভ অয়েলের পরিবর্তে আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করা যায়।
ভাল ফল পেতে টানা ২-৩ মাস এটি ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।
Post a Comment