মার্কিন প্রেসিডেন্টকে এদেশে স্বাগত জানাতে এবার 'হাউডি মোদী'র ধাঁচে 'কেম ছো ট্রাম্প'


Odd বাংলা ডেস্ক: ২০১৯-এর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হিউস্টন শহরে 'হাউডি মোদী' (হাউ ডু ইউ ডু মোদী)-র ধাঁচে এবার আহমেদাবাদে আয়োজিত হতে চলেছে 'কেম ছো, মিস্টার প্রেসিডেন্ট'।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসতে চলেছেন, যদিও দিনক্ষণ এখনও কিছুই জানা যায়নি। আর তাঁকে স্বাগত জানাতেই একেবারে 'হাউডি মোদী'-র ধাঁচে আয়োজন হবে বিশেষ অনুষ্ঠান 'কেম ছো, মিস্টার প্রেসিডেন্ট'।

প্রেসিডেন্ট ট্রাম্পের তিন দিনের ভারত সফরে রাজধানী দিল্লি ছাড়াও আর একটি শহরে তাঁকে নিয়ে যাওয়া হবে। সম্ভবত সেটি আমেদাবাদ। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আমেদাবাদে বসবাসকারী মার্কিনিরাও হাউডি ট্রাম্প- অনুষ্ঠানে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট-এর এই কর্মসূচী চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। 
Blogger দ্বারা পরিচালিত.