উৎসবের মরশুমে ডিসেম্বর মাসেই এই শহরে বিক্রি হয়েছে ১০০০ কোটি টাকার মদ!


Odd বাংলা ডেস্ক: উৎসবের মরশুম মানেই, নাচ-গান খাওয়া-দাওায়া আড্ডা। আর বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে মদ্যপান করতে ভালবাসেন না, এমন মানুষ আজকাল খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে মদ্যপানে এবার সারা দেশকে চমকে দিল দিল্লিবাসী।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ২০১৯-এর ডিসেম্বর মাসেই সারা দিল্লিবাসী ১০০০ কোটি টাকার মদ্যপান করেছেন। 

এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, সারা ডিসেম্বর মাসে ঠিক হোটেল, বার বা লিকার শপে ঠিক কতগুলি বোতল বিক্রি হয়েছে, তার গণনা এখনও চলছে। তবে অ্যালকোহলের বোতলগুলির শুল্ক হিসাবে আবগারি দফতরের অর্জিত রাজস্ব হিসাবে এই গণনা করা হয়েছে। 

রিপোর্ট বলছে, ডিসেম্বর মাসে মদের ওপর শুল্ক হিসাবে আবগারি দফতর ৪৬৫ কোটি টাকা আয় করেছে। দিল্লিতে মোট ৮৬৪টি লিকার শপ এবং ৯৫১টি হোটেল-বার এবং ক্লাব রয়েছে, যাদের কাছে মদ বিক্রয়ের লাইসেন্স আছে। 

গত নভেম্বরে আবগারি বিভাগ প্রায় ১০টি বিদেশি ব্র্যান্ডের মদের দাম ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে দিয়েছে। আর এর কারণেই মানুষের মধ্যে মদ্যপানের প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.