চক্ দে! 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার' হলেন ভারতীয় হকি দলের 'রানি'
Odd বাংলা ডেস্ক: ভারতের মুখ উজ্জ্বল করলেন আরও এক নারী। ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানি রামপাল 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত হলেন। ইনিই হলেন বিশ্বের প্রথম হকি খেলোয়াড় যিনি এই বিশেষ সম্মানে ভূষিত হলেন।
প্রসঙ্গত, সারা বিশ্বজুড়ে ক্রীড়া অনুরাগীরা ভোট দিয়ে মনোনীত করেন যে, কে হবেন 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার'। এই বছর অনুরাগীদের সর্বাধিক ভোট পেয়ে এবার তিনিই হয়েছেন বর্ষসেরা। বৃহস্পতিবার 'ওয়ার্ল্ড গেমস' বিজয়ী হিসেবে আনুষ্ঠনিকভাবে রানি রামপালের নাম ঘোষণা করা হয়।
#TheWorldGamesAOTY@imranirampal has won The World Games Athlete of the Year award!— International Hockey Federation (@FIH_Hockey) January 30, 2020
Here is her message after winning the award!@TheHockeyIndia pic.twitter.com/FrtsfhsqOG
ওয়ার্ল্ড গেমসের তরফে জানানো হয়েছে, ভারতের হকি সুপারস্টার রানি হলেন ২০১৯ সালের ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার! তাঁকে অভিনন্দনও জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রায় ২০ দিন ধরে প্রায় ৭,০৫,৬১০ জনের ভোট পড়েছে। আর এর মধ্যে সবথেকে বেশি (১,৯৯,৪৭৭) ভোট পেয়ে সেরা হয়েছেন রানি।
তাঁরর নেতৃত্বে ভারতের মহিলা হকি দল অলিম্পিক গেমসেও বিশেষ যোগ্যতা অর্জন করেছেন। গত বছর এফআইএইচ সিরিজ-এর ফাইনালে জয়লাভ করে ভারত। আর সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন রানি। প্রসঙ্গত এবারের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম থাকা রানি এই পুরস্কার পেয়ে সত্যিই আপ্লুত। তাঁর এই পুরস্কার তিনি হকি অনুরাগী, তাঁর দল এবং দেশের মানুষকে উত্সর্গ করেছেন।
Post a Comment