সীমান্তে টহল চলাকালন বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেলেন ভারতীয় সেনা, এখনও নিখোঁজ
Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মরের গুলমার্গে টহল দেওয়ার সময় পিচ্ছিল বরফের রাস্তায় পা পিছলে পড়ে যান টহলরত এক হাবিলদার। আর পা পিছলে গড়িয়ে সীমান্ত পেরিয়ে তিনি চলে যান পাকিস্তান-ভূমে। আর এরপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই বলে জানা গিয়েছে। নিখোঁজ হাবিলদারের নাম রাজেন্দ্র সিং নেগি।
এই ঘটনার পরে কার্যত চোখের জলে দিন কাটাচ্ছেন নিখোঁজ হাবিলদারের পরিবারের লোকজন। গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরী তাঁর ইউনিট থেকে একটি ফোনে কলে জানতে পারেন যে, তাঁর স্বামী নিখোঁজ। পরে জানা যায়, যে তিনি তুষারে পা পিছলে দুর্ঘটনাক্রমে কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে গিয়েছেন।
এই ঘটনার পর তাঁর পরিবারের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তাঁকে পাকিস্তান থেকে তাঁর দেশে নিরাপদে এবং দ্রুত ফিরে আসার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হাবিলদারের অনুসন্ধান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তাঁকে পাকিস্তান থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে।
Post a Comment