১০০০ দিনে ১০০০ গান লিখে, সুর দিয়ে গাইলেন ইনি, গড়লেন বিশ্বরেকর্ড


Odd বাংলা ডেস্ক: ১০০০ দিনে ১০০০টি গান রেকর্ড করে বিশ্ব রেকর্ড করলেন দুবাইতে বসবাসকারী এক ভারতীয় মহিলা। শুধু গান গাওয়াই নয়, গানগুলি লিখে, তাতে সুর দিয়ে, গেয়ে নিজেই রেকর্ড করেছেন ৪৮ বছর বয়সী স্বপ্না আব্রাহাম। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৭ সালের ৮ এপ্রিল থেকে শুরু করে ২ জানুয়ারি ২০২০ পর্যন্ত ১০০০ দিন ধরে ১০০০টি গান লিখে সুর দিয়ে নিজেই গেয়ে রেকর্ড করেছেন স্বপ্না। আর এই ব্যতিক্রমী কার্যকলাপের জন্য গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর তরফে চারটি পুরস্কারের জন্য স্বীকৃতি পেয়েছেন। 

স্বপ্না আব্রাহাম বর্তমানে দুবাইয়ের একটি ম্যানেজমেন্ট কনসাল্টেশন ফার্মে কর্মরত। তিনি তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের সমাপ্তি করতে চেয়েছেন এক অদ্ভুত উপায়ে। তাই ১০০০ দিনে ১০০০টি গান গাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি তাঁর ১০০০টি গান পরীক্ষা করে দেখতে পারেন। 

দেখুন সেই গানের ভিডিও- 



কেন নিজের গানের কেরিয়ার শেষ করে দিতে চাইলেন স্বপ্না? তাঁর কথায়, গত ২৪ বছর ধরে পেশাগতভাবে গান করার পরে এবং ২২টি অ্যালবাম প্রকাশ করার পরেও তিনি অনুভব করেছিলেন যে, তিনি সঙ্গীতশিল্পী হিসাবে একেবারেই অসম্পূর্ণ। আর সেই কারণেই তিনি গানের কেরিয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষটায় একটু কঠিন কিছু করতে চেয়েছিলেন স্বপ্না আর তখনই তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি ১০০০ দিনে ১০০০টি গান রেকর্ড করবেন। তবে তার জন্য যে স্বীকৃতি পাবেন একথা ভাবেননি তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.