একই রাজ্যের দুই গ্রামের সরপঞ্চ এই দুই নারী- একজনের বয়স ৯৭ আর একজন ২৭
Odd বাংলা ডেস্ক: সারা দেশের মধ্যে কনিষ্ঠতম সরপঞ্চ রয়েছে রাজস্থানে। একইসঙ্গে দেশের বরিষ্ঠতম সরপঞ্চের অধিকারী হয়েছে এই রাজ্য। মাত্র ২১ বছর ১৮ দিন বয়সে ভরতপুরের সরপঞ্চের দায়িত্ব নিয়েছেম আসরুনি খান। অন্যদিকে কিছুদিন আগেই পুরানাবাস গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসাবে নিযুক্ত হন দেশের সর্ববরিষ্ঠ সরপঞ্চ বিদ্যা দেবী। তাঁর বয়স ৯৭ বছর।
প্রসঙ্গত, আসরুনি ছাড়াও আরও দুজন এর আগে ২১ বছর বয়সে সরপঞ্চের দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে একজন হলেন, ২১ বছর মাস বয়সের পাজশেখর ফৌজদার, যিনি ইকলাহরা গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসাবে নির্বাচিত হয়েছেন। আর একজন হলেন, কিরন রাও, যিনি ২১ বছর ১১ মাস বয়সে সরপঞ্চের দায়িত্ব নিয়েছেন।
সর্ববরিষ্ঠ বিদ্যাদেবী তাঁর প্রতিদ্বন্দ্বীকে ২০৭ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নাজমাকে ৩১ ভোটের ব্যবধানে হারিয়ে গ্রামের সরপঞ্চের দায়িত্ব নিয়েছেন আসরুনি। নিজের গ্রামের রাস্তা-ঘাট, জল ও বিদ্যুৎ-এর বিরাট সমস্যা রয়েছে। তাই গ্রামের উন্নয়নের কাজ করাই তাঁর একমাত্র লক্ষ্য।
Post a Comment