৪০০ দিনে ১০০,০০০ কিলোমিটার পথ পেরোলেন এই দম্পতি, কারণ জানলে অবাক হবেন
Odd বাংলা ডেস্ক: ২০১৪ সালে নিজের ভাইকে একটি কিডনি দান করেছিলেন অন্ত্রপ্রনর অনিল শ্রীবাস্তব। আর এর পরই তিনি বুঝতে পেরেছিলেন যে, মানুষের প্রতি মানুষের ভালবাসা প্রমাণ করতে অঙ্গদানের চেয়ে ভাল কিছু হতে পারে না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অনিল বাবু জানান, তিনি তাঁর ভাইয়ের জন্য যা করেছেন, তা একমাত্র ভালবাসা থেকেই। তিনি মনে করেন, ভালবাসা হল এমন একটা বিষয় যার জন্য যে কেউ কারওর জন্য সবকিছু করতে পারে এমনকি অঙ্গদানও করতে পারে। এই ভালবাসা সকলের জন্যই, আপনি চেনেন এমন কারওর জন্য ভালবাসা, আবার আপনি চেনেন না এমন কারওর প্রতিও ভালবাসা জন্মাতে পারে।
আর সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান বিষয়ে সচেতনতা বাড়াতে অনিলবাবু এবং তাঁর স্ত্রী প্রায় ৪৩টি দেশে সফর করেছেন। গত ৪০০ দিন ধরে প্রায় ১০০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। যাত্রাপথে কারওর থেকে সাহায্য না পেলে দম্পতি একসঙ্গে রান্না করে নিজেদের গাড়িতেই ঘুমিয়ে পড়েন। শুধু তাই নয়, তাঁরা তাঁদের অভিজ্ঞতা একটি ভিডিওর মাধ্যমেও শেয়ার করেন। এমন অভিনব উদ্যোগের জন্য এই দম্পতি নেটিজেনদের মন জিতে নিয়েছেন।
Post a Comment