সার্জারি করে পুরুষ থেকে নারী হওয়ার বাসনায় কঠিন অস্ত্রপোচার, অবশেষে হতাশায় আত্মঘাতী
Odd বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দৌরে বসবাসকারী এক পুরুষ নিজেকে সম্পূর্ণরূপে মহিলায় পরিণত করতে একটি সার্জারিও করেছিলেন। কিন্তু চরম হতাশার কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বছর ২৬-এর পলক। জানা যায়, আট বছর আগে মন্দিরে তার প্রেমিককে বিয়ে করেছিল পালক। এরপর স্বামীর সঙ্গে একসঙ্গেই থাকত।
তবে পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে, আত্মঘাতী পলকের কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। তবে তাঁরা জানতে পেরেছেন যে, অপারেশনের পরবর্তী পর্যায়ে বিভিন্নকরমের শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। আর বিগত কয়েকদির ধরে চিকিৎসা এবং কারেকশনাল সার্জারি ব্যর্থ হয়েছিল বলে মানসিকভাবে ভেঙে পড়েছিল পলক। হতাশা থেকেই এই পথ বেছে নিতে সে বাধ্য হয়েছিল-এমনটাই মনে করা হচ্ছে। তবে আসলে কী কারণে সে আত্মহত্যা করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তার মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Post a Comment