১৮০ জনের মৃত্যুর সম্ভাবনা, ইরানে ভেঙে পড়ল বিমান, লাইভ ভিডিও
Odd বাংলা ডেস্ক: ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দরে। বুধবার সকালে সেখান থেকে ওড়ার কথা ছিল ইউক্রেনের বিমান বোয়িং ৭৩৭-এর। কিন্তু বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। ইরান সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র রেজা জাফরজাদেহ জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার খবর পাওয়ার পরেই সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ইরান ইমারজেন্সি সার্ভিসেসের প্রধান পিরহোসেইন কৌলিভান্দ জানিয়েছেন, “ভেঙে পড়ার পরেই বিমানে আগুন লেগে গিয়েছে। কিন্তু আমরা টিম পাঠিয়েছি। আশা করছি কিছু যাত্রীকে আমরা বাঁচাতে পারব।”
Post a Comment