আয়ারল্যান্ড-এর সমকামী প্রধানমন্ত্রীর পৈত্রিক ভিটে কিন্তু ভারতবর্ষে, কোথায় জানেন


Odd বাংলা ডেস্ক: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর লিও ভারাডকার-এর আদি বাড়ি মহারাষ্ট্রে! রবিবার মহারাষ্ট্রের উপকূলীয় সিন্ধুদুর্গ জেলায় তাঁর পরিবারের সদস্যের সঙ্গে এসে তাঁর পৈত্রিক গ্রামটি ঘুরে দেখে যান এবং একে তাঁর জীবনের একটি 'অত্যন্ত বিশেষ মুহূর্ত' বলে মনে করেন। 

২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম পৈত্রিক বাড়ি সফর। তাঁর পৈত্রিক ভিটেটি মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে মালওয়াল তেহসিল-এর ভারাড গ্রামে। লিও ভারাডকার-এর বাবা অশোক ভারাডকার পেশায় একজন চিকিৎসক। ১৯৬০-এর দশকে তিনি এদেশ ছেড়ে যুক্তরাজ্যে ফিরে যান। 

গ্রামবাসীরা তাঁকে স্বাগত জানানোর পরে গ্রামবাসীদের তিনি বলেন, আজ পরিবারের তিন প্রজন্ম একত্রিত হতে পেরে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। সেইসঙ্গে গ্রামের কিছু দেবদেবীর মন্দিরও দর্শন করেন তিনি। 

আইরিশ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এখানে তিনি তাঁর বাবা-মা, বোন এবং তাঁদের স্বামী এবং তাঁর কিছু নাতি-নাতনিও রয়েছে। তবে এবার তিনি ব্যক্তিগত সফরেই এখানে এসেছেন, তবে সরকারিভাবেও এই স্থান পরিদর্শন করতে চান। 
Blogger দ্বারা পরিচালিত.