সত্যিই কি রাহুল গান্ধী সমকামী
Odd বাংলা ডেস্ক: কংগ্রেসের সেবাদল দ্বারা প্রচারিত একটি পুস্তিকায় দাবি করা হয়েছে নাথুরাম গডসে এবং সাভারকর নাকি সমকামী ছিলেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল! এই পুস্তিকা প্রকাশের পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমকামী বলে কটাক্ষ করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী চক্রপাণি বলেন, “হিন্দু মহাসভার এককালের সভাপতি সাভারকরের সম্পর্কে যে অভিযোগ কংগ্রেস এনেছে তা সম্পূর্ণ মিথ্যে। আমরা রাহুল গান্ধীর সম্পর্কেও একই ধরনের কথা শুনেছি যে তিনি সমকামী।”
ভোপালে একটি প্রশিক্ষণ শিবিরে সেবাদলের তরফে বিতরণ করা হয় এই পুস্তিকা। তাতেই লেখা রয়েছে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে ও হিন্দু মহাসভার প্রাক্তন নেতা ভিডি সাভারকরের ঘনিষ্ঠতার কথা। ওই পুস্তিকায় লেখা রয়েছে, এই সম্পর্কের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা বই ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ থেকে।
রাহুল গান্ধীকে নিয়ে এর আগেও বহু জল ঘোলা হয়েছে। কিন্তু এই প্রথম তাঁকে নিয়ে সমকামীতার প্রশ্ন উঠেছে। এটাও শোনা যাচ্ছে যে তাঁর নাকি একটা বয়ফ্রেন্ড আছে। সে থাকে ফ্রান্সে।
Post a Comment