গত এক বছরে জাপানে আত্মঘাতী ১৯,৯৯৫ জন, ৪১ বছরে এই সংখ্যাটাই সবচেয়ে কম
Odd বাংলা ডেস্ক: জাপানে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু এখনও সেই প্রবণতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি জাপানবাসী। ২০১৯ সালে জাপানে আত্মহত্যা করেছে ১৯,৯৯৫ জন! সংখ্যাটা শুনেই কার্যতই অবাক হতে হয়।
কিন্তু এই সংখ্যা গত একচল্লিশ বছরের মধ্যে সবচেয়ে কম! পরিসংখ্যান বলছে গত একচল্লিশ বছরে এই প্রথমবার জাপানে আত্মহত্যার সংখ্যাটি কুড়ি হাজারের মধ্যে রয়েছে। প্রসঙ্গত, ১৯৭৮ সাল থেকে জাপানে আত্মহত্য়ার ঘটনা নথিভুক্ত করা রয়েছে।
পরিসংখ্যান বলছে, বয়স নির্বিশেষে ২০১৯ সালে ১৩,৯৩৭ জন পুরুষ এবং ৬,০২২ জন মহিলা আত্মহত্যা করেছে। ২০০৩ সালে জারপানে রেকর্ড সংখ্যক মানুষের আত্মহত্যার খবর সারা বিশ্বে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছিল। সেবার আত্মহত্যার সংখ্যা ছিল ৩৪,৪২৭। তবে দিনে দিনে এই সংখ্যাটা কমছে, যা খুবই ইতিবাচক।
Post a Comment