এবারের ধাক্কাটা আরও বিরাট, এখনও সময় আছে, রাজা তুমি পালাও


Odd বাংলা ডেস্ক: ছিঃ! রাজার বিরুদ্ধে প্রজাদের কি এরূপ বিক্ষোভ মানায়? কিন্তু সেই রাজা যদি প্রজাদেরই বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন? তাহলে বোধহয় দৃশ্যটা কিছুটা হলেও বদলে যায়। CAA-NRC-এর প্রতিাবাদে এবার সরব হলেন বাংলার জনপ্রিয় শিল্পীরা ৷ক্যামেরার সামনে একে একে এগিয়ে এসে কবিতার ভাষায় করলেন প্রতিবাদ৷ প্রতিবাদের তালিকায় উঠে এলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, ধৃতিমান চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, তিলোত্তমা সেন, চিত্রাঙ্গদা শতরূপা, নন্দনা সেন ৷বরুণ গ্রোভারের ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে’র বাংলা অনুবাদকেই প্রতিবাদের হাতিয়ার বানিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি ৷ এই ভিডিওটি তৈরির নেপথ্যে রয়েছে অভিনেতা চন্দন রায় সান্যাল, স্বস্তিক পাল, বিক্রমজিৎ বসু, দীপঙ্কর সরকার, বিতান বসু, তানাজি দাশগুপ্ত, নিকন বসুরা৷ 
Blogger দ্বারা পরিচালিত.