পর পর দু'বার গর্ভপাতে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কাজল, শেয়ার করলেন সেই অভিজ্ঞতা


Odd বাংলা ডেস্ক: করণ জোহর প্রযোজিত কভি খুশি কভি গম-এর ছবিটি বক্স অফিসে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিতে অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। অসাধারণ অভিনয়ের জন্য নিজের ফ্যানেদের থেক যথেষ্ট ভালবাসাও পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনে সেইসময়ে এক বিরাট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন কাজল এবং তাঁর পরিবার। 

কাজলে পর পর দুবার গর্ভপাত হয়। সেই সময় এক বিরাট মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তানহাজির প্রমোশনে এসে নিজের সেই কঠিন সময়ের কথা বলেন কাজল। তিনি জানান, কভি খুশি কভি গম ছবি চলাকালীন গর্ভবতী ছিলেন তিনি, কিন্তু ছবি মুক্তির পরই গর্ভপাত হয় তার। সেইসময়ে হাসপাতালের বেডে শুয়েই তিনি জানতে পেরেছিলেন যে, কভি খুশি... সেই বিরাট সাফল্য পেয়েছে। কিন্তু সেই সময়টি তাঁর কাছে মোটেও আনন্দের সময় ছিল না। 

সেই খারাপ সময় কাটিয়ে ওঠার পর আরও একবার গর্ভপাত হয় তাঁর। পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু নাইসা এবং যুগ, তাঁদের দুই সন্তানের জন্য তাঁর পরিবার সম্পূর্ণ বলে জানান কাজল। 
Blogger দ্বারা পরিচালিত.