প্রয়াত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী
Odd বাংলা ডেস্ক: প্রয়াত হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী। কাজী নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী হলেন উমা কাজী।
প্রসঙ্গত, সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। এরপর কাজী নজরুল ইসলাম সপরিবারে বাংলাদেশে চলে যান। তারপর থেকে কবির পরিবার বাংলাদেশেই বসবাস করে। মৃত্যুর আগে পর্যন্ত উমা কাজী থাকতেন ঢাকার বনানীতেই।
সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উমা কাজী। ভুগছিলেন বার্ধক্যজনিত নান সমস্যায়। অবশেষে বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমা কাজী। সব্যসাচী কাজী এবং উমা কাজীর দুই মেয়ে রয়েছেন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
Post a Comment