বিশ্বের দীর্ঘতম কেক বানিয়ে রেকর্ড গড়তে চলেছে এই দেশ, সামিল ১৫০০ শেফ-বেকার


Odd বাংলা ডেস্ক: প্রচেষ্টা ছিল পূর্বের সব রেকর্ড ব্রেক করে দেওয়া। আর হলও ঠিক তেমনটাই। বুধবার প্রায় কয়েকশো কেক বেকার এবং শেফ একসঙ্গে মিলে প্রায় ৬.৫ কিলোমিটা র দীর্ঘ কেক প্রস্তুত করেছে। বলা হচ্ছে এটাই বিশ্বের দীর্ঘচতম কেক। কেরলের ত্রিশুরের একটি উৎসবের মাঠের সংলগ্ন রাস্তায় তাঁরা হাজার হাজার টেবিল এবং ডেস্ক পাশাপাশি রেখে তার ওপরেই সাজানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কেক। 

ভ্যানিলা ফ্লেভারের এই কেক চার ইঞ্চি মতো প্রশস্ত এবং এর ওজন প্রায় ২৭,০০০ কিলোগ্রাম (৫৯,৫০০ পাউন্ড)। প্রায় ১,৫০০ বেকার এবং শেফ মিলে ১২,০০০ কেজি ময়দা এবং চিনি ব্যবহার করে এই কেকটি তৈরি করেছেন। 

বেকার্স অ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত এই জমকালে ইভেন্টে নেমেছিল বিপুল মানুষের ঢল। গ্রুপের সেক্রেটারি জেনারেল নওশাদ বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর তরফে এই কেকটি বিচার করে দেখা হয়েছে। তবে তাদের তরফে কেকটির দৈর্ঘ্য নির্ণয় করা এখনও বাকি রয়েছে। 

প্রসঙ্গত, জিক্সি কাউন্টি-তে চিনা বেকাররা ২০১৮ সালে যে কেক বানিয়েছিলেন, তার দৈর্ঘ ছিল ৩.২ কিলোমিটার, সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে এই কেক এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। তবে একইসঙ্গে তারা স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাদ অটুট রেখেই কেকটি তৈরি করেছেন সেই কথাও জানিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.