দুই বাংলার শ্রোতার কানে স্নিগ্ধতা, মিনারের "কেউ কথা রাখেনি"
Odd বাংলা ডেস্ক: মিনার রহমান। বাংলাদেশে তো ছিলেনই, এখন এপার বাংলার বুকেও তিনি হিট। মিনার রহমানের নতুন গানে মাতোয়ারা কলকাতাও। ইতিমধ্যেই গানটি পেরিয়েছে প্রায় ২ লাখ ভিউ। কথাগুলি লেখা মিনারের নিজের। এর আগে মিনার তাঁর ঝুম, কিছু কিংবা দেওয়ালে দেওয়ালের মতো গানগুলি উপহার দিয়েছেন।
মিনারের কন্ঠের যে বিশেষত্ব আছে সেটা বজায় থেকেছে এই গানে। শীতের বিকেলে এক কাপ কফির সঙ্গে এই গান আপনার ড্রয়িং রুমে আপনাকে সাহায্য করতে পারে একাকিত্ব উপভোগ করতে। মিনারের কেউ না রাখা কথার প্রতিটা শব্দ আপনার মন ছুঁয়ে যাবেই।
Post a Comment