ফোনের ব্যাটারির স্থায়ীত্ব বাড়াতে চান? মেনে চলুন এই সহজ ৫ সূত্র
Odd বাংলা ডেস্ক: যত দিন যাচ্ছে ততই স্মার্ট ফোনের ব্যাটারির স্থায়ীত্বকাল কমতে শুরু করছে। তাই আজকাল সবসময় পাওয়ার ব্যাঙ্ক বহন করাটা একেবারে বাধ্যতামুলক হয়ে পড়েছে। কিন্তু আজ আপনাদের এমন কতকগুলি টিপস দেব যে মেনে চলললে কিন্তু আপনাদের মোবাইল ফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়বে।
১) যত বেশি সংখ্যক অ্যাপ আপনার মোবাইলের লোকেশন ট্র্যাক করবে, তত বেশি চাপ পড়বে আপনার মোবাইলের ব্যাটারিতে। যে অ্যাপগুলির লোকেশন জানার প্রয়োজন নেই, সেটিংসে গিয়ে সেগুলির লোকেশন ট্র্যাকিং অপশনটি অফ করে রাখুন।
২) টাইপ করার সময় ভাইব্রেশন অপশনটি অফ করে দিন। প্রতিটি ‘কি’ টাইপ করার সময়ে যদি আপনার ফোনটি মৃদু ভাইব্রেট করতে থাকে তাহলে আপনার মোবাইলের ব্যাটারি বেশি পুড়বে। তাই সেটিংসে গিয়ে ভাইব্রেশন অপশনটি অফ করে দিন।
৩) অ্যান্ড্রয়েড আপডেট করান। অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে ব্যাটারি ও মেমোরি অপটিমাইজেশন উন্নত হয়। ফলে ব্যাটারি পারফর্মেন্সও আরও ভাল হয়।
৪) হোম স্ক্রিনে থাকা অপ্রয়োজনীয় উইজেটগুলিকে রিমুভ করে দিন। কারণ, যত বেশি উইজেট রাখবেন হোম স্ক্রিনে, তত বেশি ইনফরমেশন আসতে থাকবে আপনার মোবাইলে। এতে কাজের সুবিধা হলেও আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হয় খুব তাড়াতাড়ি।
৫) হোম স্ক্রিনে কালো রং-এর ওয়ালপেপার রাখুন। এটা করলে আপনার ফোনের অ্যামোলেড ডিসপ্লে নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে ব্যাটারি দীর্ঘজীবী হবে।
Post a Comment