চাল ধুয়ে জলটা ফেলে দেন? এর অসাধারণ ব্যবহার জানা থাকলে তা আর করবেন না
Odd বাংলা ডেস্ক: চাল ভাল করে ধুয়ে এর ময়লাটা ফেলে দিয়ে এক কাপ চাল দু'কাপ জলের মধ্যে ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর দেখবেন চালের জল ঘোলা হয়ে এসেছে। এবার সেই চাল হাত দিয়ে কছলে নিলেই আপনার চাল ধোয়া জল তৈরি। এবার এই জল আপনার রূপচর্চার একটা বিশেষ উপাদান। জেনে নিন এই চাল ধোয়া জল কীভাবে ব্যবহার করতে পারেন।
১) মাইল্ড শ্যাম্পু দিয়ে আগে ভাল করে শ্যাম্পু করুন। এর পর কন্ডিশনারের মতো করে চুলে চাল ধোয়া জল লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চালের প্রোটিন চুল সিল্কি করতে সাহায্য করে।
২) ত্বকে সংক্রমণ জনিত সমস্যা থাকলে দিনে অন্তত দু’বার ১৫ মিনিট করে এই জলে স্নান করুন।
৩) চাল ধোয়া জলে থাকে অ্যামিনো অ্যাসিড, যা মানুষের স্বাস্থ্য ভাল রাখে। তাই চাল ধোয়া জল খেতেও পারেন।
৪) মুখে যদি ব্রণ-র সমস্যা থাকে তাহলে চাল ধোয়া জল খুবই উপকারী। তুলোয় করে এই জল দিয়ে ব্রণ-র উপরে লাগিয়ে রাখুন। ব্রণ তাড়াতাড়ি সেরে যাবে।
৫) ডায়রিয়া সারাতেও চাল ধোয়া জল বিশেষ উপকারি। পএক গ্লাস জলে সামান্য নুন মিশিয়ে তা খেয়ে নিন।
৬) চাল ধোয়া জল ফ্রিজে রেখে দিন, এবার সেই জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক আরও তরতাজা থাকবে।
Post a Comment