সারা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, বলছে রিপোর্ট


Odd বাংলা ডেস্ক: দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরগুলির মধ্যে শীর্ষে উঠে এসেছেল তিলোত্তমা কলকাতার নাম। ২০১৮ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে শহরের অপরাধের হার নিখুঁতভাবে রেকর্ড করা হয়েছে। 

২০১৮ সালে কলকাতা শহরে অপরাধের হার সবচেয়ে কম। কলকাতায় ক্রাইম রেট ১৫২.২। এরপরেই রয়েছে হায়দরাবাদ, পুণে, মুম্বই। ২০১৮ সালে কলকাতায় ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে সংখ্যাটি ছিল ১৫। মহিলাদের ওপরল ঘটে যাওয়া অপরাধমুলক ঘটনার সংখ্যা ৩২,৫১৩ থেকে কমে গিয়ে ৩০,৩৯৪ হয়েছে। 

অন্যদিকে দিল্লিতে হত্যার ঘটনা ঘটেছে ৪১৬টি। ৪৭৩টি হত্যার মামলা নথিভূক্ত হয়েছে। মুম্বইতে হত্যার সংখ্যা ১৬৪। সেখানে হত্যার মামলা নথিভূক্ত হয়েছে ২৮০টি। তবে শহর হিসাবে কলকাতা নিরাপদ হলেও রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কিন্তু অপরাধপ্রবণতার দিক থেকে মোটেই নিরাপদ নয়। আসম, ত্রিপুরা, হরিয়ানার পর পশ্চিমবঙ্গ চতুর্থ সর্বাধিক হিংসাপ্রবণ রাজ্য। 
Blogger দ্বারা পরিচালিত.