অকাল বসন্ত নয়, রাজ্যে ফের অনুভূত হবে শীতের আমেজ, জানাল হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঘ মাসের শুরুতেই মুখ লুকিয়েছিল শীত। প্রকৃতি কেমন যেন হঠাত করেই বসন্তের আমেজ পেয়ে গিয়েছিল। রবিবারদিন তাপমাত্রার পারদ ২৬.৭ ডিগ্রি ছুঁয়েছিল। 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পেয়েছে। তবে রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে। এর জেরে সোমবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। তবে মঙ্গলবার রাতের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে বলে জানা গিয়েছে। 

হাওয়া অফিসের আরও পূর্বাভাস মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। যার ফলে শহরে ফের জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডার আমেজ কিন্তু অনুভব করবেন শহরবাসী। 
Blogger দ্বারা পরিচালিত.