উর্ধমুখী পারদ, মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা


Odd বাংলা ডেস্ক: এবার ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা শীতের। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে মঙ্গলবার থেকেই ভার থাকবে আকাশের মুখ। মেধলা থাকার সঙ্গে সঙ্গে আগামী বৃহস্পতিবার অর্থাত সরস্বতী পুজোর দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলেও জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। 

সরস্বতী পুজোর সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরা -ফেরা করতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গল ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা থেকেই যাচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.