মুখ লুকিয়েছে শীত, মাঘ মাসেই ফাল্গুনের ছোঁয়া, তবে কি বিদায় নিল শীত?


Odd বাংলা ডেস্ক: গত কয়েক বছর ধরেই শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা সবকিছুই একটু একটু করে নিজের রূপ বদল করছে। ২০১৯-এর বর্ষায় বৃষ্টির দেখা মেলেনি। আর এবার এই মাঘ মাসে আবহাওয়ায় যেন ফাল্গুনের ছোঁয়া। তবে কি শীত বিদায় নিল? 

হাওয়া অফিস অবশ্য বলছে শীত বিদায় নেওয়ার নির্দিষ্ট কোনও সময় আগে থেকে বলা যায় না। তবে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা এবং শহর সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। 

তবে শীতের জোর যে আগের থেকে একটু হলেও কমবে সেই আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। তবে শীতের খামখেয়ালিপনায় যে এমন বসন্তের হাবভাব দেখা দেবে তা সত্যিই অবাক করা। 
Blogger দ্বারা পরিচালিত.