সপ্তাহের শুরু থেকেই মেঘমুক্ত হবে আকাশ, সেইসঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা
Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিন মেঘ- বৃষ্টির খেলা দেখল দক্ষিণবঙ্গের মানুষরা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার সারাদিনও আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।
হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে, সোমবার থেকে আকাশ মুখ আর ভার থাকবে না। তবে একইসঙ্গে জাঁকিয়ে শীত পড়ারও সম্ভাবনা রয়েছে। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সপ্তাহের শুরুতে ফের নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শুরুতে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রির আশেপাশে।
প্রসঙ্গত, প্রায় ৭ বছর পর জানুয়ারিতে এই পরিমাণ বৃষ্টি হল। ২০১২ সালের ৯ জানুয়ারি ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতায়। শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ প্রায় ৩০ মিলিমিটার।
Post a Comment